Internship Programme
- Home
- Internship

ইন্টার্নশিপে অংশগ্রহণের শর্ত
ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হতে হলে আমাদের প্রথম শর্ত হলো—কোর্সের প্রতিটি ক্লাস ও অ্যাসাইনমেন্টে ন্যূনতম ৮৫% নম্বর অর্জন করা। এটি স্টুডেন্টদের দক্ষতা মূল্যায়নের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হয়।

ইন্টার্নশিপের সময়কাল: ১ মাস
এই সময়সীমায় স্টুডেন্টরা বাস্তব প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে এবং প্রফেশনাল টিমের সঙ্গে কাজ করার সুযোগ পায়। পাশাপাশি পড়াশোনা বা অন্যান্য কাজের সাথে যুক্ত স্টুডেন্টরাও সহজেই ইন্টার্নশিপে অংশ নিতে পারেন।

ইন্টার্নশিপ ফি সংক্রান্ত শর্তাবলী
ইন্টার্নশিপ চলাকালীন কোনো অতিরিক্ত চার্জ নেই। তবে প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের জন্য ই-কমার্স কোর্সে এনরোল করলে এককালীন মাত্র ৳৫,০০০ কোর্স ফি প্রযোজ্য হবে।

প্রজেক্ট সংক্রান্ত পেমেন্ট শর্তাবলী
ইন্টার্নশিপ প্রোগ্রামের সময়, স্টুডেন্টরা ক্লায়েন্টের কাজের মাধ্যমে কোনো অতিরিক্ত পেমেন্ট পান না। এই ১ মাসের প্রোগ্রামটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে।

ব্যবহৃত টুলস ও ওয়ার্কফ্লো
প্রজেক্ট ফাইল শেয়ার করা হয় গুগল ড্রাইভ ও ডকস-এর মাধ্যমে। টাস্ক এসাইনমেন্ট এবং আপডেট মনিটর করা হয় নোশন-এর মাধ্যমে, আর ইন্টার্নাল কমিউনিকেশন সম্পন্ন হয় হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে।

সাপোর্ট সেশন
ইন্টার্নশিপ চলাকালীন প্রজেক্ট সম্পর্কিত টেকনিক্যাল সমস্যা বা কোর্স এক্সেস সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য স্টুডেন্টরা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।