FAQ's
- Home
- FAQ's

আপনারা কি লাইভ ক্লাস করিয়ে থাকেন?
আমরা কোনো লাইভ ক্লাস ক্লাস প্রদান করি না। কারণ আমাদের অধিকাংশ স্টুডেন্ট প্রফেশনাল সেক্টরের সাথে যুক্ত। সবাই একসাথে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। তাই আমরা রেকর্ড ক্লাস প্রোভাইড করি। তবে প্রয়োজন হলে স্টুডেন্ট (10AM-10PM) আমাদের সাপোর্ট সেশনে যুক্ত হয়ে লাইভ সাপোর্ট নিতে পারবে।

আমি কি এই কোর্স-টি শূন্য থেকে শুরু করতে পারবো?
হ্যাঁ এই কোর্সটি আপনি একদম শূন্য থেকে শুরু করতে পারবেন। তবে অবশ্যই আপনার বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে, এবং নিজস্ব কম্পিউটার (ল্যাপটপ বা ডেক্সটপ) থাকতে হবে। আর অবশ্যই ক্লাস এসাইনমেন্ট করার জন্য প্রতিদিন সর্বনিম্ন ২ ঘণ্টা সময় দিতে হবে।

কোনো সমস্যার সম্মুখীন হলে কিভাবে সাপোর্টে পাব?
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত - লাইভ সাপোর্ট দেওয়া হয়, (শুক্রবার ব্যতীত)। গুগল মিট বা জুমের মাধ্যমে ওয়ান-টু-ওয়ান সাপোর্ট নিতে পারবেন। আমাদের সাপোর্ট সেশন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কোর্স শেষ করার সাথে সাথেই কি আমি ইনকাম করতে পারবো?
আমরা অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে কোর্সে এনরোল করাই না। ইনকাম সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার ওপর। কারণ ইনকাম করার জন্য অবশ্যই কোনো কাজ বা সার্ভিস প্রদান করে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে হয়। লার্নেক্স একাডেমি আপনাকে সেই প্রয়োজনীয় স্কিলগুলো অর্জনে সহায়তা করবে।